অফিস সহকর্মীর হাতে ধর্ষণের শিকার গুরগাঁওয়ের তরুণী

অফিস সহকর্মীর হাতে ধর্ষণের শিকার গুরগাঁওয়ের তরুণী

Tag:  Gurgaon rape New Delhi
অফিস সহকর্মীর হাতে ধর্ষণের শিকার গুরগাঁওয়ের তরুণীসহকর্মীর বিকৃত মানসিকতার শিকার হলেন বছর ২২-এর এক তরুণী। গুরগাঁওয়ের একতি বেসরকারি ফার্মের কর্মচারীকে ধর্ষণ করল তারই সহকর্মী। গুরগাঁয়ের পঞ্চগাঁওয়ের একটি হোটেলে একটি অফিস পার্টির পর লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে।

গুরগাঁওয়ের ডেপুটি কমিশনার (দক্ষিণ) জানিয়েছেন আজ সকালে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা এই তরুণী।

ঘটনার দিন রাতে ওই বেসরকারি ফার্মের জনা ষাট কর্মচারী হোটেলে পার্টি করছিলেন। পার্টির পর মেয়েটি তার হোটেলের ঘরে ঢুকতে গেলে তার এক সহকর্মী জোর করে তার ঘরে ঢুকে। অভিযোগ, এরপরেই মেয়েটিকে ধর্ষণ করে ওই ব্যক্তি।

মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণ প্রমাণিত হয়েছে।

হরিয়াণার বাসিন্দা ২৮ বছরের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

.

First Published: Monday, September 23, 2013, 11:13


comments powered by Disqus