23 killed in militant attacks in Assam, curfew imposed

আগুন ছড়াচ্ছে অসমে, মৃত ২৩

ক্রমশ বড় আকার নিচ্ছে অসমের হিংসার আগুন। বোড় জঙ্গিদের হামলায় শিশু, মহিলা সহ অন্ততপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রদায়িক হানায় কোকড়াঝাড়, বক্সারে গতরাতে আহত হয়েছেন আরও ১৪ জন।

হিংসা নিয়ন্ত্রণে শুট অ্যাট সিটের নির্দেশ দেওয়া হয়েছে। বোড়ল্যাণ্ড এলাকা এমনিতেই হিংসা প্রবণ। ফলে নতুন করে হিংসা রুখতে কড়া পদক্ষেপই নিতে হচ্ছে প্রশাসনকে। চিরঙ্গ জেলায় জারি হয়েছে কারফিউ।

স্থানীয় প্রশাসন জানিয়ে, সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কারফিউ জারি রয়েছে।


First Published: Saturday, May 3, 2014, 10:07


comments powered by Disqus