Last Updated: December 27, 2012 13:15

রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হুমায়ুন কবীর। বেসরকারি সংস্থার ম্যানেজারকে খুনের অভিযোগ দিয়ে এখন বিতর্কের কেন্দ্রে তিনি। টাকা আদায়ের জন্য ফোনে অশালীন ভাষায় গালাগালি, হুমকি। ফোনে ম্যানেজারের সঙ্গে মন্ত্রীর সেই কথোপকথনের রেকর্ড উঠে এসেছে ২৪ ঘণ্টার হাতে।
অ্যারোমা এন্টারপ্রাইজ নামে একটি নির্মাণ সংস্থার ম্যানেজার সন্তু সিনহা। ডিসেম্বরের ২৩ তারিখ দুপুর ঠিক তিনটে পাঁচে একটি ফোন আসে তাঁর কাছে। ফোনেই হুমকি। পরিচিত নম্বর। কারণ সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত ছিলেন অভিযুক্ত মন্ত্রী। সেই ফোনেই সন্তুবাবুকে প্রাণনাশেরও হুমকি দেন তিনি।
সাক্ষপ্রমাণ সহ সন্তুবাবুর অভিযোগ সদ্য তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রী হওয়া হুমায়ুন কবীরের বিরুদ্ধেই। অভিযোগ, টাকার তাগিদা করতে মাঝেমধ্যেই ফোন করতেন মন্ত্রী। সন্তুবাবুর অভিযোগ, দিন কয়েক আগে তাঁর বাড়িতে লোক পাঠিয়ে তাঁর বৃদ্ধ বাবা মা-কে ভয়ও দেখান হুমায়ুন কবীর। এরপর বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন সন্তুবাবু। এরপরেই তেইশ তারিখ ফের তাঁকে ফোন করেন হুমায়ুন কবীর। ডায়েরি প্রত্যাহার করার জন্য সরাসরি চাপ দেন সন্তুবাবুকে। চলে মন্ত্রীর তর্জনগর্জনও। সঙ্গে খুনের হুমকিও। মন্ত্রীর এই ফোন পাওয়ার পর রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন বেসরকারি সংস্থার ম্যানেজার সন্তু সিনহা।
মন্ত্রীর এই হুমকির জেরে এখন শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, একজন মন্ত্রী কি এভাবে হুমকি দিতে পারেন? সংশ্লিষ্ট মহলে খবর বিষয়টি নিয়ে রীতিমতো বিব্রত তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। মমতা বন্দ্যোপ্যায় কলকাতায় ফেরার পর, তাঁর সঙ্গে এই নিয়ে কথা বলবেন বলে জানিয়েছে তৃণমূলের প্রথমসারির নেতারা।
ভিডিও দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কেমন্ত্রীর হুমকি
অভিযোগকারীর বক্তব্য
First Published: Thursday, December 27, 2012, 19:31