Last Updated: June 7, 2013 23:31

বিপুল জনসমর্থন নিয়ে ২০১১-এর বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এসেছিল তৃণমূল-কংগ্রেস জোট। তারপর কেটে গেছে দুটো বছর। মাঝে সরকার ত্যাগ করে গেছে কংগ্রেস। সামনে এসেছে অসংখ্য ইস্যু, অসংখ্য ঘটনা। সিঙ্গুরের জমি ফেরত থেকে কার্টুন বিতর্ক, শিলাদিত্য থেকে পার্কস্ট্রিট, কৃষক আত্মহত্যা থেকে শিল্পায়নে ব্যর্থতা, গার্ডেনরিচ কাণ্ড হয়ে সারদা কেলেঙ্কারি। সমালোচনা বিতর্কে বারবার জর্জরিত হয়েছে তৃণমূল সরকার।
এই রকম পরিস্থিতিতে আমরা বুঝতে চাইছিলাম গ্রামবাংলার মুড। কেমন আছেন গ্রামের মানুষ? কী ভাবছেন তাঁরা? জানতে ২৪ঘণ্টা জিএফকের যৌথ সমীক্ষা। পরিবর্তনের দু`বছর পর এই প্রথম।
সমীক্ষার সুবিধার জন্য রাজ্যকে চার ভাগে ভাগ করে নেওয়া হয়েছিল। উত্তর বঙ্গের ৫ জেলা কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ি নিয়ে জোন উত্তর।
পশ্চিমাঞ্চলের ৪ জেলা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর নিয়ে জোন পশ্চিম।
দক্ষিণবঙ্গের ৬ জেলা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগণা, বর্ধমান, হুগলি ও হাওড়াকে নিয়ে জোন দক্ষিণ।
পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাতে। ওই দুই জেলা নিয়ে জোন দক্ষিণ তৃণমূল।
আমরা সমীক্ষা করেছি দু`দফায়। প্রথমবার ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল, সারদা কেলেঙ্কারীর আগে। আর দ্বিতীয় দফার সমীক্ষা হয়েছে ১৫মে থেকে ২৫মে,সারদা কাণ্ডের পর।
আমাদের সমীক্ষায় উঠে এসেছে বিভিন্ন বিষয়।
ফলাফল জানতে ক্লিক করুন এখানে ফলাফলের দ্বিতীয় ভাগফলাফলের তৃতীয় ভাগ এই সমীক্ষার দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন ২৪ ঘণ্টার পর্দায় শনিবার সন্ধে ৭টায়।
First Published: Friday, June 7, 2013, 23:40