Last Updated: February 3, 2013 22:53

এবারও কলকাতা বইমেলায় চব্বিশ ঘণ্টা। স্টল তো রয়েইছে। এছাড়া আজ চার চারটি ডিভিডি প্রকাশ করল চব্বিশঘণ্টা। সুনীল গঙ্গোপাধ্যায়, পিসি সরকার, হেমাঙ্গ বিশ্বাস ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওপর ডিভিডি প্রকাশ করা হয়েছে। বইমেলার মুক্তমঞ্চে আজ ডিভিডিগুলি প্রকাশ করেন বিখ্যাত সাংবাদিক তথা সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য।
এই উপলক্ষ্যে বইমেলার মুক্তমঞ্চে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল চব্বিশ ঘণ্টা। গানে অংশ নেন শ্রীকান্ত আচার্য, রাঘব চট্টোপাধ্যায় ও সৌরভ মণি। ডিভিডির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমাঙ্গ বিশ্বাসের ছেলে মৈনাক বিশ্বাস ও পরিচালক বিষ্ণুপাল চৌধুরী।
First Published: Sunday, February 3, 2013, 23:25