মুম্বই হামলায় জড়িত থাকার কথা স্বীকার পাকিস্তানের!

মুম্বই হামলায় জড়িত থাকার কথা স্বীকার পাকিস্তানের!

মুম্বই হামলায় জড়িত থাকার কথা স্বীকার পাকিস্তানের!মুম্বই সন্ত্রাসের সঙ্গে যুক্তদের প্রশিক্ষণ হয়েছিল পাকিস্তানের মাটিতেই। পাক গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে মুম্বই সন্ত্রাসের মূল চক্রী জাকির-উর-রহমান লাকভির ট্রেনিং হয়েছিল জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার শিবিরে। পাকিস্তানের করাচি, মনসেরা, মুজফ্ফরবাদে ট্রেনিং দেওয়া হয়েছিল। রাওয়ালপিন্ডির সন্ত্রাস দমন আদালতে জমা দেওয়া পাক গোয়েন্দাদের রিপোর্টেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
যদিও পাক গোয়েন্দাদের এই রিপোর্টকে সাজানো বলেই দাবি করেছে লকভির আইনজীবী। লস্কর ক্যাম্প সম্পর্কে  বিস্তারিত তথ্য প্রমাণ থাকলে প্রশাসন তা নিয়ে কেন ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন লকভির আইনজীবী। ক`মাস আগে সন্ত্রাসে মদত দেওয়ার প্রশ্নে পাক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে তাদের পয়লা নম্বর দুশমন হিসেবে চিহ্নিত করেছে ওয়াশিংটন।

First Published: Monday, November 12, 2012, 19:28


comments powered by Disqus