Last Updated: March 3, 2012 16:14

শক্তিশালী টর্নেডো আছড়ে পড়ল মধ্য আমেরিকা। মার্কিন সরকার সূত্রে খবর, শুক্রবার রাতে ব্যাপক ঝড়ের দাপটে মধ্যআমেরিকায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৮। প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে দুটি শহর, ইন্ডিয়ানা ও ম্যারিসভিলে। এছাড়াও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পার্শ্ববর্তী শহর কেন্টাকি, হেনরিভিলেতেও।
বহু বাড়ির ছাদ উড়ে গিয়েছে। রাস্তায় গাছ পড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুত্ নেই। ইন্ডিয়ানায় মৃতের সংখ্যা ১৪। এবং কেন্টাকিতে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফের ঝড় হতে পারে বলে মধ্য-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব আমেরিকায় সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল, সরকারি অফিস ও দোকানপাট।
First Published: Saturday, March 3, 2012, 16:14