Last Updated: April 18, 2013 23:26

টুজি স্পেকট্রাম কাণ্ডে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে কার্যত ক্লিনচিট দিল যৌথ সংসদীয় কমিটি। স্পেকট্রাম দুর্নীতির সঙ্গে দু`জনের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে জেপিসি।
জেপিসির পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, স্পেকট্রাম চুক্তি পরিবর্তনের কথা প্রধানমন্ত্রী কিংবা অর্থমন্ত্রীকে কিছুই জানাননি তৎকালীন টেলিকমমন্ত্রী এ রাজা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, `ফাস্ট কাম ফাস্ট সার্ভ` পরিষেবার ভিত্তিতে স্পেকট্রাম বণ্টন করা হলেও তাতে যে পক্ষপাতিত্বের দুর্নীতি ঘটানো হয়েছে, সে বিষয়েও বিন্দু বিসর্গ অনুগত ছিলেন না মনমোহন সিং কিংবা চিদাম্বরম।
চলতি মাসের শুরুতে বিজেপি টুজি কাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিয়ে ফের সরব হয়। যশবন্ত সিংয়ের দাবি তোলেন, প্রধানমন্ত্রীকে যৌথ সংসদীয় কমিটির সামনে পেশ হতে হবে। এই দাবিতে সুর মিলিয়ে সরকারের ওপর চাপ বারায় বিরোধী দলগুলিও।
First Published: Thursday, April 18, 2013, 23:26