Last Updated: October 11, 2012 12:13

টু জি স্পেকট্রাম নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক বৃহস্পতিবার বয়কট করছে বিজেপি সদস্যরা। বিজেপি সদস্যদের দাবি ছিল কমিটির সামনে হাজিরা দিতে হবে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। কিন্তু বিজেপির এই দাবি মানতে নারাজ প্যানেলের প্রধান পি সি চাকো।
এই ইস্যুতে গত ২২ অগাস্ট এবং ১৮ সেপ্টেম্বর, জেপিসির বৈঠক থেকে ওয়াক আউট করেছিলেন ক্ষুব্ধ বিজেপি সদস্যরা। তাঁরা চাকোর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন। সিপিআইএম সাংসদ সীতারাম ইয়েচুরিও যৌথ সংসদীয় কমিটির সামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাজিরার দাবি জানিয়েছেন। গত ৩ অক্টোবর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু অচলাবস্থা কাটাতে বিজেপি সদস্যদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার। তারপর আজ ফের যৌথ সংসদীয় কমিটির বৈঠকের কথা।
First Published: Thursday, October 11, 2012, 12:13