Last Updated: May 12, 2013 10:55

নতুন সরকারের দু বছর পূর্তি উপলক্ষে জেলায় জেলায় অনুষ্ঠানের খরচ নিয়ে ফের বিতর্কে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন উঠছে কোথা থেকে আসছে এত টাকা? প্রশ্নের মুখে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনও। রাজ্য সরকারের দুবছর পূর্তি উপলক্ষে রবিবার থেকে উত্তর চব্বিশ পরগনার বারাসতের রবীন্দ্রভবনে পনেরো দিন ব্যাপী উত্সবের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রতিদিন সান্ধ্য অনুষ্ঠানের জন্য বাইরে থেকে আনা হচ্ছে শিল্পী। শিল্পীদের সাম্মানিক থেকে প্রচার সবেতেই খরচ হচ্ছে হাজার হাজার টাকা। কিন্তু কোথা থেকে আসছে এতবড় কর্মযজ্ঞের টাকা? সরকারের কোষাগার নাকি শূন্য? বিতর্ক দানা বেঁধেছে ইতিমধ্যেই।
যদিও তৃণমূলের দাবি, সাধারণ মানুষের চেতনার ঘুম ভাঙাতেই নাকি এই উৎসবের আয়োজন।
উদ্দেশ্য যাই হোক, নিজেদের দু বছর পূর্তি পালন যেভাবে হচ্ছে তাতে খরচ বিতর্ক থেকে আপাতত রেহাই মিলছে না তৃণমূল সরকারের।
First Published: Sunday, May 12, 2013, 10:55