2nd hoogly bridge accident, 1 killed

দ্বিতীয় হুগলী সেতুতে পথ দুর্ঘটনা, মৃত ১ বাইক আরোহী

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আজ বেলা ১০ টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে ঘটে দুর্ঘটনাটি। এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে হেস্টিংস থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে উত্তর দিনাজপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা ও তাঁর শিশু। চার মাসের ওই শিশুকে নিয়ে চিকিত্‍সকের কাছে যাচ্ছিলেন করণদিঘির বাসিন্দা এক দম্পতি। হাঠাত্‍ই তাঁদের বাইকটি পিছলে যায়।

এরপর পিছন দিক থেকে আসা একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলা এবং তাঁর শিশুর। এরপর ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে জেলা প্রশাসনের তরফে দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বাসিন্দারা।

First Published: Friday, December 20, 2013, 15:07


comments powered by Disqus