Last Updated: December 8, 2013 13:36

দলে অদল বদল করেও লাভ হল না। দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় একদিনের ম্যাচেও শোচনীয়ভাবে পরাজিত হল মেন ইন ব্লু। প্রোটিয়াদের ২৮১ রানের জবাবে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। লজ্জার পরাজয়ে সিরিজও ছিনিয়ে নিল ধোনি বাহিনীর হাত থেকে।
কুইন্টন ডি কুক আর হাসিম আমলার জোড়া সেঞ্চুরির হাত ধরে দ্বিতীয় একদিনের মাচে ভারতের জন্য ২৮১ রানের লক্ষ্যমাত্রা খাড়া করল দক্ষিণ আফ্রিকা। তার সঙ্গেই দুটো জোড়া রেকর্ডের অধিকারী হলেন দক্ষিণ আফ্রিকার নয়া ব্যাটিং সেনসেশন কুক। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৪হাজার রানের রেকর্ড এখন কুকের দখলে। তার সঙ্গেই তিনিই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি এখনও পর্যন্ত নিজের সবকটি অর্ধশতরানকে শতরানে রূপান্তরিত করেছেন। তবে দুই ওপেনার ছাড়া ডে ভিলিয়ার্সদের আর কেউই
গত ম্যাচে ভরাডুবির পর আজ ভারতের বোলিং স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ইশান্ত শর্মা। বিপক্ষের একটি উইকেটও টলাতে পারেনি তাঁর বোলিং। ভারতের সফলতম বোলার মহম্মদ শামি। ৮ ওভারে ৪৮ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন তিনি।
ডারবানে আজ ভারতের সিরিজ বাঁচানোর লড়াই। দ্বিতীয় একদিনের ম্যাচে জিতলেই সিরিজ দক্ষিন আফ্রিকার। ডারবানে ধোনিদের বাঁচার লড়াই। রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে হার মানেই একদিনের সিরিজ হারাতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। ডেভিলিয়ার্সদের কাছে আরও একটা হার মানেই কোহলিদের গায়ে লেগে যাবে ঘরের মাঠে বাঘ আর বিদেশের মাটিতে বেড়াল তকমাটা। তাই কিংসমিডে ঘুরে দাঁড়াতে মরিয়া মেন ইন ব্লু।
First Published: Monday, December 9, 2013, 09:04