Last Updated: February 14, 2012 20:40

দমদমে মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিস। মৃত মৌসুমী নন্দীর স্বামী ভাষ্কর নন্দী, শ্বশুর দীনবন্ধু নন্দী ও শাশুড়ি সন্ধ্যা নন্দীর বিরুদ্ধে পুলিস সরাসরি খুন এবং ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। সোমবার রাতেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁদের। মঙ্গলবার বারাকপুর আদালতে তোলা হলে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
রবিবার রাতে অসুস্থ অবস্থায় মৌসুমী নন্দীকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। সোমবার সকালে মৌসুমী দেবীর স্বামী ভাস্কর নন্দী দেহ নিয়ে শ্মশানে যাওয়ার পথে প্রতিবেশীরা বাধা দেন। স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগে ভাস্কর নন্দীকে ব্যাপক মারধর করা হয়। দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দেহ উদ্ধার করতে এলে পুলিসের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিস দোষীদের আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন এলাকার মানুষ। উত্তেজিত জনতা পুলিসের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৌসুমী নন্দীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য মৌসুমী নন্দীর স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের পুলিস দমদম থানায় নিয়ে যাওয়া হয়।
First Published: Tuesday, February 14, 2012, 20:40