Last Updated: January 15, 2014 20:00

ফের মোবাইল ফোনের জন্য দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল তিন বন্ধুর। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের কুড়ি নম্বর রেল গেটের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তিনজনই মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইন ধরে এগোচ্ছিলেন। পিছন থেকে আসা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিনজনেরই।
মৃতরা হলেন বিপ্লব সরকার, মিষ্টু দাস, আশিস সাউ। তিনজনই পলতার বাসিন্দা বলে জানা গিয়েছে। মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এমন মর্মান্তিক ঘটনা আগেও ঘটেছে। তবে সচেতনতা যে বাড়েনি, বুধবারের ঘটনায় তা ফের স্পষ্ট হল।
First Published: Wednesday, January 15, 2014, 20:00