দফতরে ঢুকে কুপিয়ে খুন তিন সংবাদকর্মীকে

দফতরে ঢুকে কুপিয়ে খুন তিন সংবাদকর্মীকে

দফতরে ঢুকে কুপিয়ে খুন তিন সংবাদকর্মীকে ফের রক্তাক্ত সংবাদমাধ্যম। সংবাদপত্রের দফতরে ঢুকে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। কুপিয়ে খুন করা হল ৩ সাংবাদকর্মীকে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আগরতলায়।

আগরতলার স্থানীয় সংবাদপত্র গণদুত পত্রিকার দফতরে ঢুকে পরে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। পত্রিকার ম্যানেজার, প্রুফ রিডার ও এক গাড়ির চালকাকে নিসানা করে তাঁরা। এলপাথারি ছুড়ি চালানো হয় বলে খবর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল সংখ্যক পুলিস।

First Published: Sunday, May 19, 2013, 17:49


comments powered by Disqus