Last Updated: April 7, 2013 10:12

মাওবাদীদের ডাকা বনধের মধ্যেই রেল লাইনে বোমাতঙ্ক। যার জেরে আটকে রয়েছে তিনটি রাজধানী সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। আজ সকালে খবর পাওয়া যায় ধানবাদের আগে চৌধুরীবাঁধ-পরেশনাথ মাঝের লাইনে বোমা রয়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে হাওড়া রাজধানী ও শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসকে।
চৌধুরীবাঁধ স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে ট্রেন দুটিকে। দিল্লি ভুবনেশ্বর রাজধানী দাঁড় করানো হয়েছে ভুবনেশ্বর স্টেশনে। খবর দেওয়া হয়েছে বিহারের গিরিডি জেলার এসপিকে। ঘটনাস্থলে যাচ্ছে বম্ব স্কোয়াড।
First Published: Sunday, April 7, 2013, 10:12