Last Updated: October 8, 2011 16:05

পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার আগেই তিন পুলিস কর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দিলেন রাজ্য পুলিসের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। নদিয়ার হাঁসখালির ঘটনার তদন্তের আগেই কিভাবে তিন পুলিসকর্মীকে সাসপেন্ড করা হল তা নিয়ে পুলিস মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। মহাকরণে ডিজি জানান, এখনও ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসেনি। জেলার পুলিস সুপারকে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু সেই তদন্তের আগেই তিন পুলিসকর্মীকে সাসপেন্ড করায় পুলিস মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের জন্য নদিয়ার জেলাশাসকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রসচিব।
First Published: Saturday, October 8, 2011, 17:37