ধ্বংসস্তূপ থেকে উদ্ধার শিশু কন্যা

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার শিশু কন্যা

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার শিশু কন্যা কথায় বলে রাখে হরি মারে কে। উত্তরাখণ্ডের বন্যা বিধ্বস্ত এলাকার মধ্যে খোঁজ পাওয়া গেল এক তিন বছরের শিশু কন্যার। শিশুটির দুটি পায়ে গুরুতর আঘাত রয়েছে। এখনও পর্যন্ত তার পরিবার বা ঠিকানার কোনও হদিস পাওয়া যায়নি।

এই শিশু কন্যাটিকে ঋষিকেশ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা করে ছেড়ে দেওয়া হয়। তারপর দেরাদুন চ্যাইল্ড হেল্পলাইন শিশুটিকে নিজের হেফাজতে রাখে। তবে গত পাঁচদিন ধরে দেরাদুন সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে শিশুটি।

ডাক্তার জানিয়েছেন, শিশুটির পায়ে গুরুতর চোট রয়েছে। প্লাস্টার করা হয়েছে। এখন তাকে রক্ত দেওয়া হচ্ছে। মেয়েটির অবস্থা বর্তমানে স্থিতিশীল। এদিকে উত্তরাখণ্ড সরকার এখনও তার পরিবারে খোজ চালাচ্ছে বলে জানা যাচ্ছে।

First Published: Thursday, June 27, 2013, 17:37


comments powered by Disqus