ইরাকে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০

ইরাকে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০

ইরাকে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০রবিবার উত্তর ইরাকের কিরকুক শহরের পুলিস হেডকোয়ার্টারের সামনে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ৩০ জন মারা গেলেন।

প্রতক্ষ্যদর্শীদের বক্তব্য অনুযায়ী আত্মঘাতী গাড়িটি পুলিসি গাড়ির মত দেখতে ছিল। এমনকি ওই গাড়ির জঙ্গীরা প্রত্যেকেই পুলিসের পোষাকে ছিল।

প্রথমে রবিবারের ব্যস্ত সকালে শহরের মাঝামাঝি পুলিস হেডকোয়ার্টারের কাছে গাড়িটির বিস্ফোরণ হয়। এরপর পুলিস হেডকোয়ার্টারের মুখ্যদরজার কাছে পুলিসের বেশে ৩জন সশস্ত্র আত্মঘাতী জঙ্গী হামলা করে।

এখনও পর্যন্ত কোন উগ্রপন্থী জঙ্গী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে আল কায়েদাই এই হামলার পিছনে রয়েছে।

First Published: Sunday, February 3, 2013, 15:01


comments powered by Disqus