Last Updated: November 16, 2011 14:48

অকিউপাই ওয়ালস্ট্রিটের সমর্থনে হাজার হাজার মানুষ পা মেলালেন নিউ ইয়র্কে। ব্রুকলিন ব্রিজ দিয়ে যাওয়ার সময়, এবং তার পর ওয়াল স্ট্রিটের সামনে গ্রেফতার করা হয় অন্তত তিনশো জন আন্দোলনকারীকে। পুলিসের বিরুদ্ধে নৃশংস আচরণের অভিযোগ এনেছেন বিক্ষোভকারীরা। টিভি ফুটেজে রক্তমাখা এক ব্যক্তিকে গ্রেফতার করার ছবিও ধরা পড়েছে। দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তিতে আহত হয়েছেন জনা পাঁচেক পুলিসকর্মী। অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে নিউ ইয়র্কে যে আন্দোলন শুরু হয়েছে, তার দু'মাস পূর্তি উপলক্ষেই এই বিক্ষোভ মিছিল ছিল। নিউ ইয়র্কের জুক্কোটি পার্ক থেকে আন্দোলনকারীদের পুলিস সরিয়ে দেওয়ার দু'দিন আগে তাঁরা এ দিনের মিছিলের পরিকল্পনা করেছিলেন। শুধু নিউ ইয়র্কেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, নেভাদা, সেন্ট লুই, মিসৌরি, শিকাগো, ইলিনয়, মায়ামি, ডেট্রয়েট, মিশিগান, বস্টন, ম্যাসাচুসেটস, ডেনভারের মতো বহু শহরে অকিউপাই ওয়াল স্ট্রিটের সমর্থনে রাস্তায় নেমেছেন মানুষ। আন্দোলন ছড়িয়ে পড়েছে, ইউরোপ, এশিয়ার বিভিন্ন শহরেও।
First Published: Friday, November 18, 2011, 17:28