Last Updated: January 25, 2013 22:02

মুম্বইয়ে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে হামলা চালাতে পারে বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন। এই মর্মে সতর্ক করা হয়েছে মুম্বই পুলিসকে। খবর পাওয়ার পরই তল্লাসিতে নেমে মুম্বইয়ে বসবাসকারী ২০০০ বাংলাদেশীকে আটক করেছে পুলিস।
মুম্বইয়ে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয় শিবাজি পার্কে। সে কারণে শিবাজি পার্ক এলাকা এবং আশপাশের বাড়িগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিসের কাছে খবর, হামলা হতে পারে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে। সে কারণে মুম্বইয়ে আসা হাল্কা হেলিকপ্টার এবং চাটার্ড বিমানের ওপর নজরদারি চালানো হচ্ছে। নজরদারি চালানো হচ্ছে বেসরকারি রানওয়েগুলিতেও। গোটা মুম্বইজুড়ে জারি করা হয়েছে চূ়ডান্ত সতর্কতা।
First Published: Friday, January 25, 2013, 22:02