Last Updated: June 4, 2014 17:47

চিনের এক কবর খুঁড়ে থেকে বিজ্ঞানীরা উদ্ধার করলেন একখানা পাজামা। বিজ্ঞানীদের দাবি, এই পাজামা নাকি ৩০০০ বছরের পুরনো। চিনের তারিম বেসিনের ইয়ানঘাই কবরস্থানের গবেষকদের ধারনা এই পাজামা পৃথিবীর প্রাচীনতম।
মনে করা হচ্ছে ৪০ বছর বয়সী এক যোদ্ধার এই পাজামা। যিনি মৃত্যুর সময় এই পাজামা পরেছিলেন। কবরের মধ্যে এই পাজামার সঙ্গে কাঠের তৈরি ঘোড়ার জিন, একটি হুইপ ও একটি বর্শাও পাওয়া গেছে। পাজামার কাটিং থেকে ধারনা করা যায় অনেকক্ষণ ধরে ঘোড়ায় চড়ার সুবিধার জন্য এইভাবে পাজামা সেলাই করা হত। তিনটে আলাদা কাপড়ের টুকরো দিয়ে সেলাই করা হয়েছে এই পাজামা। একটি আয়তকার কাপড় যা কোমর থেকে নেমে গেছে গোড়ালি পর্যন্ত। সেলাই করার পদ্ধতি থেকে বোঝা যাচ্ছে এর জন্য কাপড় কাটার প্রয়োজন পড়েনি।
এখনকার স্ট্রেট ফিট পাজামার একেবারে প্রথম সংস্করণ বলে ধারনা করা হচ্ছে এই পাজামাকে।
First Published: Wednesday, June 4, 2014, 17:47