ফিলিপিন্সে ভয়ঙ্কর টাইফুনে মৃত ৩৫০

ফিলিপিন্সে ভয়ঙ্কর টাইফুনে মৃত ৩৫০

ফিলিপিন্সে ভয়ঙ্কর টাইফুনে মৃত ৩৫০ টাইফুনে দক্ষিণ ফিলিপিন্সে বিদ্ধংসী টাইফুন বোফার কবলে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫০ জন মানুষ। নিখোঁজ চারশতাধিক। গত মঙ্গলবার প্রশান্ত মহাসাগরীয় টাইফুন আছড়ে পড়ে ফিলিপিন্সের দক্ষিণ উপকূল অঞ্চলে। শুধুমাত্র কমপোসটেলা উপত্যকায় মারা গেছেন ২০০ বেশী মানুষের। বোফার ঝড়ের দাপটে একের পর এক বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। উপড়ে গেছে গাছ। গৃহহীনদের জন্য যে উদ্বাস্তু শিবির তৈরী করা হয়েছিল অবিশ্রাম বৃষ্টির দাপটে সেই শিবির গুলো নষ্ট হয়ে গেছে। ফলে গৃহহীনদের কোথায় স্থানান্তরিত করা হবে তা নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে।

টাইফুন বিদ্ধস্ত এলাকা গুলিতে রেড ক্রস উদ্ধার কার্যে নেমেছে। মিলিটারির সঙ্গে তারাও ত্রাণ সরবারহ করছে। রেড ক্রসের পক্ষ থেকে ৪.৮ মিলিয়ন ডলার অর্থ সাহায্যের কথা বলা হয়েছে। ফিলিপিন্সে এখনও অবিশ্রান্ত বৃষ্টি হয়ে চলেছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।





First Published: Thursday, December 6, 2012, 12:05


comments powered by Disqus