হংকংয়ে ফেরী দুর্ঘটনায় মৃত ৩৬, আহত শতাধিক

হংকংয়ে ফেরি দুর্ঘটনায় মৃত ৩৬, আহত শতাধিক

হংকংয়ে ফেরি দুর্ঘটনায় মৃত ৩৬, আহত শতাধিকদুটি ফেরির মুখোমুখি সংঘর্ষে হংকংয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। গতরাতে দুর্ঘটনাটি ঘটেছে ভিক্টোরিয়া হারবারের লামা দ্বীপের কাছে। জাতীয় দিবস উপলক্ষ্যে আকাশজুড়ে আতশবাজির খেলা চলছিল। সেইসময়ই হঠাত্‍ একটি প্রমোদতরীর সঙ্গে ধাক্কা লাগে একটি যাত্রী বোঝাই ফেরির। হংকং ইলেক্ট্রিক কোম্পানির ওই ফেরিটিতে ১২০ জনেরও বেশি যাত্রী ছিল বলে জানা গেছে। অনেক যাত্রীই ফেরি থেকে সমুদ্রে ছিটকে পড়েন।

কিছুক্ষণের মধ্যেই ফেরিটি সমুদ্রে ডুবে যায়। দুর্ঘটনায় হতাহতদের খোঁজে রাত থেকেই তল্লাসিতে নামেন উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে আরও ৮ জনকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় আহতের সংখ্যা একশোরও বেশি। তাদের হংকংয়ের পাঁচটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।





First Published: Tuesday, October 2, 2012, 14:39


comments powered by Disqus