Last Updated: July 15, 2012 21:10

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই ভারতীয়। তীর্থযাত্রীদের নিয়ে বাসটি দক্ষিণ নেপালের পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ১২০ জন তীর্থযাত্রী ছিলেন। বেশিরভাগই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁরা কাঠমান্ডু থেকে দেড়শ কিলোমিটার দূরে নাওয়ালপারাসি জেলায় একটি মন্দির দর্শন করতে যাচ্ছিলেন। সেখান থেকে তীর্থযাত্রীদের ত্রিবেনিঘাটে বোলবাম উত্সবে যাওয়ার কথা ছিল।
গত মে মাসে নেপালের জমসম বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল। যাঁদের মধ্যে ১৩ জনই ছিলন ভারতীয় তার্থযাত্রী।
First Published: Sunday, July 15, 2012, 21:12