Last Updated: September 22, 2013 09:37

২৬/১১ কায়দায় জঙ্গি হামলা চলল কেনিয়ার রাজধানী নাইরোবির শপিং মলে। মুখোশধারী জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় সহ ৫৯ জন। আহত প্রায় ৮০ জন। জঙ্গিরা বেশ কয়েকজনকে পণবন্দি করে রেখেছে বলেও মনে করা হচ্ছে।
হামলার দায় স্বীকার করেছে আল কায়দা ঘনিষ্ঠ সোমালিয়ার জঙ্গি সংগঠন আল সাহবাব। হামলার পরই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গুলির লড়াই শুরু হয়। ইতিমধ্যেই হামলাকারী এক জঙ্গিকে পুলিস ধরতে পেরেছে বলে কেনিয়ার প্রেসিডেন্টের দফতরসূত্রে জানানো হয়েছে।
First Published: Sunday, September 22, 2013, 15:38