Last Updated: October 8, 2013 14:50

থ্রিডি টিভি, থ্রিডি প্রিন্টারের পর এ বার থ্রিডি টুথব্রাশ। হ্যাঁ, সকালে উঠে আর দাঁত মাজতে গিয়ে হাত ব্যথা করতে হবে না। থ্রিডি টুইব্রাশ স্রেফ একবার কামড় লাগান, আর মাত্র ৬ সেকেন্ডে একেবারে ঝকঝকে দাঁত পেয়ে যান। এমনই দাবি করলেন থ্রিডি টুথব্রাশ কোম্পানির মালিক ব্লিজডেন্ট।
কিন্তু থ্রিডি টুথব্রাশে দাঁত মাজবেন কেন? শুনে নিন উপকারগুলো একে একে- প্রথমে সময় বাঁচানোর একটা ভাল উপায় এটা। ডাক্তাররা বলেন, অন্তত তিন মিনিট ধরে সঠিক প্রক্রিয়ায় দাঁত মাজা উচিত। কিন্তু থ্রিডি টুথব্রাশে মাত্র ৬ সেকেন্ডেই একেবারে সঠিক প্রক্রিয়ায় দাঁত মাজা হয়ে যায়। মানে সময়ের ব্যাঙ্কে বছরে ৫০ঘণ্টা সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারবেন। অনেকসময় বিজ্ঞাপনে বলে না, দাঁতের কণায় কণায় গিয়ে পরিষ্কার করে, আদপে তো সেটা হয় না। কিন্তু থ্রিডি টুথব্রাশে সেটা সম্ভব হয়। দাম করা হয়েছে ৩০০ ডলার।
First Published: Tuesday, October 8, 2013, 15:30