Last Updated: May 26, 2012 11:36

বেলপাহাড়িতে তৃণমূল নেতা খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করল
পুলিস। শনিবারই একজনকে গ্রেফতার করেছিল বেলপাহাড়ি থানার পুলিস। তাঁকে জেরা করে গভীর রাতে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিস। রবিবার ধৃতদের ঝাড়গ্রাম মহকুমা আদালতে তোলা হয়।
শনিবার সকালে বেলপাহাড়ি থানার ঢেলাইডিহা গ্রামের বাসিন্দারা শ্যামল সাহা নামে স্থানীয় এক তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ দেখতে পান। বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের ধারে তাঁর দেহ পড়ে ছিল। শ্যামলবাবুর পরিবারের অভিযোগ, রাত ২টো নাগাদ সিপিআইএমের ৩ কর্মী অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। শ্যামলবাবুর বাবা সুধীর সাহার খোঁজে এসেছিল তারা। সেই সময় সুধীরবাবু বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গেছে। দুষ্কৃতীরা সুধীরবাবুকে বাড়িতে না পেয়ে তাঁর ছেলে শ্যামলবাবুকে তুলে নিয়ে যায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা।
First Published: Sunday, May 27, 2012, 21:47