২ দিনে উদ্ধার ৪ শিশুর দেহ, 4 kids body found in Damodar in 2 days

২ দিনে উদ্ধার ৪ শিশুর দেহ

২ দিনে উদ্ধার ৪ শিশুর দেহগত দুদিনে দামোদর নদ থেকে উদ্ধার হল চারটি শিশুর দেহ। গতকাল থেকে একের পর এক শিশুর দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গত সোমবার নিজের তিন সন্তান এবং আত্মীয়ার এক ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন টিকিয়াপাড়ার বাসিন্দা হাদি কুরেশি। তারপর থেকেই এই পাঁচজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। গতকাল হাওড়ার মুর্গাবেড়িয়া এলাকায় দামোদরে উদ্ধার হয় দুটি দেহ। এরপর গতকাল বিকেলে রবিভাগে উদ্ধার হয় আরও একটি দেহ। আজ সকালেও রবিভাগে উদ্ধার হয় আরও একটি শিশুর দেহ। জানা গিয়েছে, হাদি কুরেশি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। পুলিস তদন্ত শুরু করেছে।

First Published: Wednesday, November 16, 2011, 17:39


comments powered by Disqus