প্রেসিডেন্সিতে চালু হচ্ছে ৪ নতুন অধ্যাপক পদ, 4 new lecturer post iin Presidency

প্রেসিডেন্সিতে চালু হচ্ছে ৪ নতুন অধ্যাপক পদ

প্রেসিডেন্সিতে চালু হচ্ছে ৪ নতুন অধ্যাপক পদপ্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ৪টি নতুন অধ্যাপক পদ। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং নেতাজী সুভাষচন্দ্র বসুর নামে এই চারটি বিশেষ অধ্যাপকপদ চালু করার আর্জি জানিয়েছিল মেন্টর গ্রুপ। সেই পরামর্শ মেনেই এবার প্রেসিডেন্সিতে বিভিন্ন বিষয়ে এই চারটে অধ্যাপক পদ চালু করার সিদ্ধান্ত নিল রাজ্যসরকার। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কাজী নজরুল ইসলামের নামেও একটি অধ্যাপক পদ চালু করা হবে। তবে প্রেসিডেন্সির পাশাপাশি রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই ভাবে অধ্যাপক পদ চালু করা হবে কিনা তা নিয়ে এখনই কিছু জানাননি মুখ্যমন্ত্রী।  





First Published: Wednesday, January 4, 2012, 19:45


comments powered by Disqus