Last Updated: April 10, 2012 13:14

দেশের প্রথম অত্যাধুনিক ফোর-জি পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতায়। ভারতী এয়ারটেলের হাত ধরে আজ কলকাতায় এক পাঁচতারা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে এয়ারটেল কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বল। টেলিকম মন্ত্রী জানান, কলকাতার পাশাপাশি এই পরিষেবা শুরু হচ্ছে পুণে, চণ্ডীগড় এবং বেঙ্গালুরুতেও।
গত সপ্তাহেই এয়ারটেলের পক্ষ থেকে জানান হয়েছিল, চিনের মোবাইল নির্মাতা জেডটিই-কে এই পরিষেবা চালু করার পরিকল্পনা এবং কার্যকরী করার দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন এই পরিষেবায় গ্রাহক, প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট থেকে এক গিগাবাইট পর্যন্ত গতিতে ডাউনলোড করার সুবিধা পাবেন। সংস্থার দাবি, বর্তমানে মোবাইল ইন্টারনেটে থ্রি-জি ওয়ারলেস পরিষেবার তুলনায় এই নতুন পরিষেবা অন্তত ১০ গুণ দ্রুততর হবে।
First Published: Tuesday, April 10, 2012, 13:14