Last Updated: March 3, 2014 22:15

বারো ঘণ্টায় পাঁচটি শিশুর মৃত্যু হল কলকাতা মেডিক্যাল কলেজে। সবকটি শিশুই মারা গেছে হাসপাতালের এসএনসিইউ-তে। চিকিতসায় গাফিলতির অভিযোগ করেছেন শিশুদের অভিভাবকরা। পর্যাপ্ত চিকিতসক না থাকা, জুনিয়র ডাক্তারদের দিয়ে চিকিতসা করানো এবং সঠিক পরিকাঠামোর অভাবকেই শিশুমৃত্যুর জন্য দায়ী করেছেন তাঁরা।
হাসপাতালে ভর্তি পঁচিশ থেকে তিরিশটি শিশুর বাড়ির লোকেরা ডেপুটি সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। হাসপাতাল সুপার শিখা ব্যানার্জি জানিয়েছেন, শিশুমৃত্যু ও চিকিতসায় গাফিলতির তদন্ত করা হবে। রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে স্বাস্থ্য দফতরে।
First Published: Monday, March 3, 2014, 22:15