রাতের কলকাতায় দুর্ঘটনায় মৃত ৫, আহত ৩

রাতের কলকাতায় দুর্ঘটনায় মৃত ৫, আহত ৩

রাতের কলকাতায়  দুর্ঘটনায় মৃত ৫, আহত ৩রাতের কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। গুরুতর আহত হয়েছেন ৩জন। বৃহস্পতিবার রাতে ধর্মতলা থেকে যাত্রী বোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে ট্রেলারের। ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ হেস্টিংসের সামনে দুর্ঘটনাটি ঘটে। ধর্মতলা থেকে একটি গাড়ি কয়েকজন যাত্রী নিয়ে মেটিয়াবুরুজের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল একটি ট্রেলার। হেস্টিংসের সামনে খিদিরপুর থেকে ধর্মতলাগামী ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনায় নিহতরা সকলেই খিদিরপুর, মেটিয়াবুরুজের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে ওই যাত্রী বোঝাই গাড়ির এক আরোহীদের অভিযোগ, দুর্ঘটনার পরই এগিয়ে আসেনি পুলিস। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিস। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে।

First Published: Friday, October 5, 2012, 10:46


comments powered by Disqus