Last Updated: August 28, 2013 10:10

গুজরাতের ভদোদরায় দুটি বহুতল ভেঙে পড়ে মৃত্যু হল ৯ জনের। ধ্বংসস্তূপের নীচে কমপক্ষে ২০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা। গতকাল রাতে ভদোদরার অতলাদারা এলাকায় একটু আবাসন কমপ্লেক্সে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১২ বছর আগে বহুতল দুটি তৈরি করেছিল ভরোদরা ডেভলপমেন্ট অথরিটি। একটি বহুতলে বারোটি পরিবার থাকত। অন্যটি ফাঁকাই ছিল।
গতকাল রাতে ২০ মিনিটের ব্যবধানে বহুতলদুটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা মানুষের উদ্ধারকাজ শুরু করেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এখনও পর্যন্ত আটজনকে উদ্ধার করা গিয়েছে। বহুতলটি ভেঙে পড়ার কারণ এখনও স্পষ্ট নয় প্রশাসনের কাছে।
First Published: Wednesday, August 28, 2013, 14:52