গ্রামের বাড়িতে চিতাবাঘ

গ্রামে চিতাবাঘ

গ্রামে চিতাবাঘশুক্রবার ভোরবেলা ডুয়ার্সের মেটেলি থানার বগিলাঝোরা গ্রামে হানা দেয় একটি
চিতাবাঘ। বাসিন্দারা জানিয়েছেন, চিতাবাঘটি অনেকক্ষণ মহম্মদ ভেলাল
নামে এক গ্রামবাসীর বাড়িতে আশ্রয় নিয়েছিল। এরপর প্রাণীটি তহিলুদ্দিন নামে আর এক গ্রামবাসীর বাড়িতে ঢুকে পড়ে। এক বাড়ি থেকে আরেক বাড়িতে ছোটাছুটি করতে থাকে চিতাবাঘটি। আতঙ্কিত গ্রামবাসীরাও প্রাণভয়ে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটতে থাকেন। এতে আহত হন বেশ কয়েকজন।

 
চার জনকে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় এক শিশুকে মাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা সাড়ে বারোটা নাগাদ শেষপর্যন্ত ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে আয়ত্ত্বে আনেন বনদফতরের কর্মীরা। আপাতত লাটাগুড়ির বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে রাখা হয়েছে ওই চিতাবাঘকে। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মেটেলির চাপড়ামারি জঙ্গল থেকে চিতাবাঘটি গ্রামে ঢুকে পড়েছিল বলে মনে করছেন বনকর্মীরা।  
 







First Published: Friday, January 27, 2012, 19:18


comments powered by Disqus