Last Updated: December 7, 2011 15:01

গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গোঘাটের সালেমপুর থেকে এক সন্দেহভাজন মাওবাদীকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম সিধু কিস্কু। তাঁর কাছ থেকে বোমা তৈরির মশলা, মাওবাদী পোস্টার ও লিফলেট উদ্ধার হয়েছে। সিধু কিস্কুর বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কুরচিডাঙা গ্রামে। এদিনই তাঁকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।
অন্য দিকে এদিন সকালে ঝাড়গ্রাম শহরের অনতিদূরের বাঁশতলা এলাকা থেকে মাওবাদীদের সঙ্গে জড়িত ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিসের দাবি, ধৃতরা মাওবাদী এবং জনসাধারণের কমিটির সশস্ত্র শাখা, সিধু-কানু গণ মিলিশিয়াকে অস্ত্র সরবরাহ করত।
First Published: Wednesday, December 7, 2011, 15:06