Last Updated: April 29, 2014 12:13

নেতাই কাণ্ডে হায়দরাবাদ থেকে ৫ জনকে গ্রেফতার করল সিআইডি। গ্রেফতার করা হল তপন দে, রথীন দণ্ডপাট, ডালিম পান্ডে, জয়দেব গিরি, মহম্মদ খলিলউদ্দিনকে। এর আগে নেতাই কাণ্ডে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই ঘটনায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হল। নেতাই কাণ্ডে মোট ২০ জনের নামে অভিযোগ রয়েছে। এখনও অভিযুক্ত অনুজ পান্ডে, চণ্ডী করণ ও ফুল্লরা মণ্ডলকে খুঁজছে পুলিস। ধৃতদের আজ মেদিনীপুর আদালতে পেশ করা হবে।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন অপারেশন চালায় সিআইডি। ইতিমধ্যেই নেতাইকাণ্ডের চার্জগঠন হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি
First Published: Tuesday, April 29, 2014, 12:13