Last Updated: February 15, 2013 12:46

মদন তামাং হত্যাকাণ্ডে আরও পাঁচজনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতরা হলেন কিসমত ছেত্রী, অলোক কান্তা মনিথুলুং, দীনেশ গুরুং, কেশব পোখরেল ও পুরান থাপা। এদের সকলেরই নাম রয়েছে চার্জশিটে।
ধৃতদের জেরা করছে সিবিআই। ২০১০ সালের ১৮ মে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হয় মদন তামাংকে। এরপরই ৩০ জনের নামে চার্জশিট গঠিত হয়। গ্রেফতার করা হয় ১০ জন অভিযুক্তকে। ধৃত ১০ জনের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। এবং জেল হেফাজত থেকে পালিয়ে যায় আরেক অভিযুক্ত নিকোল তামাং। বাকি ১৫ জন অভিযুক্তের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।
First Published: Friday, February 15, 2013, 12:46