ম্যালেরিয়ায় ত্রিপুরায় মৃত ৫১

ম্যালেরিয়ায় ত্রিপুরায় মৃত ৫১

ম্যালেরিয়ায় ত্রিপুরায় মৃত ৫১ বর্ষা আসতেই ত্রিপুরায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫১ জনের। এর মধ্য ৪২ জন শিশু। শুক্রবার অন্তত হাজার জনের অসুস্থতার খবর পাওয়া গেছে। গত এক মাসের মধ্যে ২৫,০০০ জন ম্যালেরিয়ার উপসর্গ নিয়ে রক্ত পরীক্ষা করাতে আসেন। তার মধ্যে ৫,৫০০ জনের রিপোর্টে ম্যালেরিয়ার প্যারাসাইট পাওয়া গিয়েছে।

সরকারি সূত্রে ৫১ জনের মৃত্যুর খবর মিললেও অসমর্থিত সূত্রে খবর অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। মূলত আদিবাসী অধ্যুসিত ৫টি পাহাড়ি জেলায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা গেছে। ধলাই, গোমতি, খোয়াই, উত্তর ও দক্ষিণ ত্রিপুরায় ব্যাপক ভাবে আক্রান্ত হয়েছেন বাসিন্দারা। আক্রান্তদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত পাঁচ দিনে আক্রান্তদের হাসপাতালে দেখে এসেছেন চিকিত্সকদের বিশেষ দল। ম্যালেরিয়ার ব্যাপক প্রকোপ রুখতে রাজ্য জুরে চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

২০১০ সালে ম্যালেরিয়ায় দেশে ১,০১৮ জনের মৃত্যু হয়েছিল। ২০১১ সালে ৭৫৪ জনের মৃত্যু হয়, ২০১২ সালে মারা যায় ৫১৯ জন ও ২০১৩ সালে ৪৪০ জন। এই বছর এপ্রিল পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। ১১ জন ওড়িশায়, ৮ জন পশ্চিমবঙ্গে ও মেঘালয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

First Published: Friday, June 27, 2014, 18:52


comments powered by Disqus