মালদহে উদ্ধার আরও ৬ জনের দেহ

মালদহে উদ্ধার আরও ৬ জনের দেহ

মালদহে উদ্ধার আরও ৬ জনের দেহ মালাদহের নৌকাডুবির ঘটনায় আজ আরও ৬ টি মৃতদেহ উদ্ধার হল। এই নিয়ে উদ্ধার হল মোট ৯ জনের মৃতদেহ। প্রশাসনিক হিসেব অনুযায়ী, এখনও ১০ জন নিখোঁজ। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, নিখোঁজের সংখ্যা প্রায় ৩৫ জনের কাছাকাছি। নিঁখোজদের সন্ধানে আজ সকাল থেকে ফের তল্লাসি শুরু হয়েছে। নামানো হয়েছে ডুবুরি।

মানিকচকে যেখানে নৌকাডুবি হয়েছিল সেখানে নৌকায় কেউ চাপা পড়ে আছে কি না, খুঁজে দেখছেন ডুবুরিরা। গতকাল উত্তর দিনাজপুর থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩৫ জন সদস্য পৌঁছলেও আবহাওয়া খারাপ থাকায় কাজ শুরু করতে পারেননি। এখনও চলছে তল্লাসি। উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিএসএফ-ও।

First Published: Saturday, June 15, 2013, 21:35


comments powered by Disqus