Last Updated: July 15, 2012 21:18

ছ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল পুলিসকর্মীর ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরে। মেডিক্যাল রিপোর্ট নিয়ে পুলিসের দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ নিতে অস্বীকার করে বৈষ্ণবনগর থানা। এমনই দাবি শিশুর পরিবারের। পুলিস সুপারের সঙ্গে দেখা করতে গেলে সেখান থেকেও তাঁদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
গত বৃহস্পতিবার মালদার বৈষ্ণবনগর এলাকায় প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটির মেডিক্যাল টেস্ট হয়। রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে দাবি পরিবারের । সেই রিপোর্ট নিয়ে ফের বৈষ্ণবনগর থানায় অভিযোগ জানাতে যায় শিশুটির পরিবার। তখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। মেডিক্যাল রিপোর্ট নিয়ে জেলার পুলিস সুপারের কাছে অভিযোগ জানাতে গেলে সেখান থেকেও শিশুটির পরিবারকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
First Published: Sunday, July 15, 2012, 21:20