Last Updated: April 27, 2013 14:34

ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল। শহরটা ফের রাজধানী নয়াদিল্লি। বদরপুরের একটি শৌচালয়ের কাছে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ডাক্তাররা।
নির্যাতিতা শিশুটির পরিবারের অভিযোগ, শৌচালয়ে গেলে তাঁকে নিগ্রহ করা হয়। এক পথচারী তাঁকে উদ্ধার করে এআইএমএস হাসপাতালে ভর্তি করান। শিশুটির কাকা জানিয়েছে, তাঁকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। গলায় গভীর আঘাত রয়েছে ওই শিশুর।
দিল্লি পুলিস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মোট ২২ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শৌচালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিকেও।
First Published: Saturday, April 27, 2013, 14:34