Last Updated: April 17, 2012 15:53

ফের ভূমিকম্প। এবার কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৩ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের উত্সস্থল পাপুয়া নিউ গিনি`র দ্বিতীয় বৃহত্তম শহর লে থেকে ১৪১ কিমি দূরে ও রাজধানী পোর্ট মোরেসবাই থেকে ৪৪৩ কিমি দূরে ভূপৃষ্ঠ থেকে ২০১ কিমি গভীরে। তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ভূমিকম্পের জেরে ভয়াবহ সুনামিতে পাপুয়া নিউ গিনিতে মৃত্যু হয়েছিল প্রায় ২০০০ মানুষের।
First Published: Tuesday, April 17, 2012, 15:53