Last Updated: February 6, 2012 15:47

আফগানিস্তানে একটি আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল ৭ জনের। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, রবিবার দুপুরে আফগানিস্তানের কান্দাহারে পুলিস হেডকোয়ার্টারের সামনে একটি গাড়ি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণে ৩ জন পুলিস ও ৪ জন সাধারণ মানুষ-সহ ৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৯। যদিও বেসরকারি মতে, আহতের সংখ্যা ১৯।
তীব্র বিস্ফোরণে বেশ পুলিস হেডকোয়ার্টার সংলগ্ন বেশ কয়েকটি বাড়িতে ফাটলও ধরেছে। প্রসঙ্গত, দক্ষিণ আফগানিস্তানের বৃহত্তম শহর কান্দাহারেই রয়েছে তালিবানদের প্রধান দফতর। পুলিস হেড কোয়ার্টারের সামনে আত্মঘাতী বিস্ফোরণ তালিবানরা ঘটিয়েছে বলেই মনে করা হচ্ছে। শনিবার প্রকাশিত রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে, ২০১১-এ আফাগনিস্তানে হিংসায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে সব থেকে বেশি।
First Published: Monday, February 6, 2012, 15:47