Last Updated: December 14, 2011 10:22

খাদে গাড়ি পড়ে মৃত্যু হল ৬ পর্যটক সহ ৭ জনের। নিখোঁজ রয়েছেন ২ পর্যটক। মৃতদের মধ্যে বেশিরভাগই এরাজ্যের বাসিন্দা। তাঁরা সিকিমে বেড়াতে গিয়েছিলেন। ইয়ুমথাং এবং গ্যাংটকের মাঝে গতকাল রাতে খাদে পড়ে যায় গাড়ি। গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ চলছে ধীর গতিতে। দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিখোঁজ ২ পর্যটকের সন্ধানে তল্লাসি চলছে। উত্তর সিকিমের জেলাশাসক ৬ পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অন্যদিকে, অসিত সরকার নামের জনৈক ব্যক্তি সিকিম থেকে তাঁর বাড়িতে ফোনে জানিয়েছেন, তিনি, তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন। তাঁদের সামনে কয়েকটি মৃতদেহ পড়ে রয়েছে বলেও বাড়িতে জানিয়েছেন তিনি। অসিত সরকার সোনারপুরের সাহেবপাড়ার বাসিন্দা। আজ সকাল সাড়ে ছটায় বাড়িতে ফোন করে দুর্ঘটনার খবর জানান তিনি।
First Published: Wednesday, December 14, 2011, 13:40