বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃত ৭

বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃত ৭

বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃত ৭রবিবার বিহারের হাজিপুর থেকে কালীঘাট আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই একটি বাস। ঘটনাস্থলেই এক মহিলা সহ ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে ১১ জনকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর বিহারের হাজিপুর থেকে পর্যটকদের বাসটি রওনা হয়েছিল। আরও ২-৩ টি জায়গা দর্শনের পর পর্যটকদের দলটি কালীঘাটে আসছিলেন। পথে দু নম্বর জাতীয় সড়কে হুগলির গুড়াপের কাছে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের অভিযোগ চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনাটি ঘটেছে।

First Published: Sunday, September 30, 2012, 14:43


comments powered by Disqus