Last Updated: April 20, 2013 10:09

তীব্র ভূকম্পনে কেঁপে উঠল চিন। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা দুই নাগাদ দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। ইতিমধ্যেই ১১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত ৩০০০-র বেশি মানুষ। হতাহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০০৮-এ এই সিচুয়ান প্রদেশেই ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ৯০,০০০ মানুষ।
ইয়ান শহরের লুসানে সর্বপ্রথম এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৭ বলে জানা গেছে। ভূকম্পনের এপিসেন্টারটি মাটির গভীরে ১২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলে জানা গেছে। মূল কম্পনের পরেও বেশ কয়েকটি 'আফটার শকে' প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর।
সিচুয়ান প্রদেশ ছাড়াও গুইঝোউ, গানসু, শানক্সি ও ইউনান প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
First Published: Saturday, April 20, 2013, 16:33