অষ্টম দফা নির্বাচনে ভোটপরীক্ষায় রাহুল, রাবড়ি, মুনমুন, এক নজরে দেখে নেব কোন কোন কেন্দ্রে ভোট

অষ্টম দফা নির্বাচনে ভোটপরীক্ষায় রাহুল, রাবড়ি, মুনমুন, এক নজরে দেখে নেব কোন কোন কেন্দ্রে ভোট

অষ্টম দফা নির্বাচনে ভোটপরীক্ষায় রাহুল, রাবড়ি, মুনমুন, এক নজরে দেখে নেব কোন কোন কেন্দ্রে ভোট আগামিকাল ৭ মে লোকসভা নির্বাচনের অষ্টম দফার ভোটগ্রহণ। মোদী-মমতা, মোদী-প্রিয়ঙ্কা যুযুধানে শেষ হয়েছে প্রচার পর্ব। এ দিন ভোট দেবে দেশের ৭ রাজ্য। ভোট দেবে হাই প্রোফাইল কেন্দ্র আমেথি।

এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় ভোট এ দিন-

পশ্চিমবঙ্গ- এ রাজ্যের ৬ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৭২ জন প্রার্থী। ভোট জঙ্গলমহলের মতো স্পর্শকাতর অঞ্চলে। ভোট দেবে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রাম। বাসুদেব আচারিয়ার মতো হাইপ্রোফাইল রাজনৈতিক প্রার্থীর পাশাপাশি লড়ছেন মুনমুন সেন, বাবুল সুপ্রিয়, সন্ধ্যা রায়ের মতো রাজনীতিতে আনকোরা তারকা প্রার্থীও।

বিহার- ভাগ্য পরীক্ষায় ১১৮ জন প্রার্থী। সরন থেকে লোকসভায় প্রথমবারের জন্য লড়ছেন লালুপত্নী রাবড়ি দেবী। হাজিপুরে লড়ছেন হাইপ্রোফাইল এলজেপি প্রার্থী রামবিলাস পাসোয়ান।

হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড- এই দুই রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ ৭ মে। হিমাচল প্রদেশে ৪টি ও উত্তরাখণ্ডে ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ।

জম্মু ও কাশ্মীর- ভোট দেবে বারামুল্লা ও লাদাখ।

অন্ধ্রপ্রদেশ- গত দফায় তেলেঙ্গানা ভোট দেওয়ার পর এই দফায় ভোট দেবে সীমান্ধ্র। ২৫টি কেন্দ্রের মোট ৩৩৩ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা কাল। লোকসভার পাশাপাশিই চলবে বিধানসভা নির্বাচনও।

First Published: Tuesday, May 6, 2014, 16:51


comments powered by Disqus