Last Updated: April 30, 2014 17:18

অভিশপ্ত শৈশব? নাকি শৈশবের অভিশাপ? দক্ষিণ সুদানের নিষ্পাপ শিশুদের কাছে বোধহয় এই শব্দের মধ্যেকার পার্থক্য বোঝার অবকাশ নেই। হয়ত নেই বোধও স্বাভাবিকভাবে জীবন শুরু হওয়ার আগেই যুদ্ধের ময়দানে বাধ্য হয়ে `শহীদ` হচ্ছে তারা। সে দেশে চার মাসের ভয়াবহ নৃশংস গৃহযুদ্ধে ৯,০০০-এরও বেশি শিশুকে সৈন্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। শিশুদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের জোর করে যুদ্ধের ময়দানে নামানোর ঘটনায় সরকার বা বিদ্রোহী, কোন পক্ষই পিছিয়ে নেই। রাষ্ট্র সঙ্ঘের মানবাধিকার চিফ নাভি পিল্লে বুধবার এই মর্মান্তিক বাস্তবের কথা শোনালেন।
নাভি পিল্লে জানিয়েছেন ``৯,০০০-এর বেশি শিশুকে উভয়পক্ষই সশস্ত্র সেনা হিসাবে নিযুক্ত করেছে। সাধারণ মানুষের উপর দুই পক্ষেরই নির্বিচার আক্রমণে প্রাণ হারিয়েছে বহু শিশু।
First Published: Wednesday, April 30, 2014, 17:18