দাড়ি পুরো কামিয়ে ফেললে মোদীকে দারুণ হ্যান্ডসাম লাগবে, বললেন চিত্রঙ্গদা সিং

দাড়ি পুরো কামিয়ে ফেললে মোদীকে দারুণ হ্যান্ডসাম লাগবে, বললেন চিত্রঙ্গদা সিং

দাড়ি পুরো কামিয়ে ফেললে মোদীকে দারুণ হ্যান্ডসাম লাগবে, বললেন চিত্রঙ্গদা সিংবলিউড নায়িকা চিত্রঙ্গদা সিং বললেন, দাড়ি কামিয়ে ফেললে নরেন্দ্র মোদীকে দারুণ দেখাবে। `বলিউডের ব্ল্যাক বিউটি`-র তালিকায় প্রথম সারিতে থাকা এই নায়িকা বললেন, দাড়ি কাটলে ছেলেদের দারুণ দেখায়। নরেন্দ্র মোদীও যদি দাড়ি কামিয়ে `ক্লিন সেভ` হয়ে যান তাহলে ওনাকে আরও ভাল দেখাবে।

'হাজারো খোয়াইশ অ্যায়সি'-র নায়িকা এসেছিলেন এক সেফটি রেজার কোম্পানির প্রমোশনের কাজ। সেখানেই বলছিলেন, ছেলেরা ক্লিন সেভ করলেই ভাল লাগে। তারপর বললেন, মোদী একবার ক্লিন সেভ হয়ে দেখতে পারেন।

এর আগে মল্লিক শেরওয়াত বলেছিলেন, ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেন নরেন্দ্র মোদী।

First Published: Tuesday, December 17, 2013, 19:38


comments powered by Disqus